বরিশাল সদর
যুবদল নেতা সুজন’র নেতৃত্বে তারেক রহমানের জন্মদিন উদযাপন
নিজস্ব প্রতিবেদক ।। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬ তম জন্মদিন পালন করেছে বরিশাল উত্তর জেলা যুবদলের নেতৃবৃন্দ। জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমান বরিশাল উত্তর জেলা যুবদল নেতা সাইফুল ইসলাম সুজনের নেতৃত্বে গত ২০ নভেম্বর শুক্রবার রাতে দলীয় কার্যালয়ে কেক কেটে জন্মদিন পালন করে নেতা-কর্মীরা।
কেক কাটার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে সাইফুল ইসলাম সুজন বলেন, ‘তারুণ্যের অহংকার, আগামীর রাষ্ট্রনায়ক আপনার অপেক্ষায় গোটা দেশ। আপনিই আমাদের আশার প্রতীক। এসময় সাইফুল ইসলাম সুজনসহ নেতৃবৃন্দ তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। পরে কেক কেটে তারেক রহমানের জন্মদিন উদযাপন করেন।