যুবদল নেতা সুজন’র নেতৃত্বে তারেক রহমানের জন্মদিন উদযাপন
দেশ জনপদ ডেস্ক|১৮:৪৪, নভেম্বর ২১ ২০২০ মিনিট
নিজস্ব প্রতিবেদক ।। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬ তম জন্মদিন পালন করেছে বরিশাল উত্তর জেলা যুবদলের নেতৃবৃন্দ। জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমান বরিশাল উত্তর জেলা যুবদল নেতা সাইফুল ইসলাম সুজনের নেতৃত্বে গত ২০ নভেম্বর শুক্রবার রাতে দলীয় কার্যালয়ে কেক কেটে জন্মদিন পালন করে নেতা-কর্মীরা।
কেক কাটার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে সাইফুল ইসলাম সুজন বলেন, ‘তারুণ্যের অহংকার, আগামীর রাষ্ট্রনায়ক আপনার অপেক্ষায় গোটা দেশ। আপনিই আমাদের আশার প্রতীক। এসময় সাইফুল ইসলাম সুজনসহ নেতৃবৃন্দ তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। পরে কেক কেটে তারেক রহমানের জন্মদিন উদযাপন করেন।