লিড
অনুষ্ঠানের দিন প্রশাসনের বিশেষ টিম কাজ করবে-ওসি নুরুল ইসলাম
বরিশালে তৈরী হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী লোগো’র মানব প্রদর্শনী
সৈয়দ বাবু ॥ মুজিব শতবর্ষে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী’র লোগোকে বাংলাদেশসহ সারা বিশ্বের বুকে ছড়িয়ে দিতে ব্যতিক্রমী এক আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। প্রায় ১২ হাজার নেতাকর্মীর সমন্বয়ে বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে আগামী ৩০ মার্চ সর্ববৃহৎ মানব লোগো’র প্রদর্শনীটি অনুষ্ঠিত হবে।
এরই মধ্যে এ মানব লোগো নিয়ে বরিশালের সকল শ্রেণীর মানুষের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা ধারনা করছেন বিশ্বের মাঝে এটাই সর্ববৃহৎ মানব লোগো হবে। এমনকি মানব সৃষ্ট সর্ববৃহৎ লোগো হিসেবে গিনেস বুকের অন্তর্ভুক্ত হবে বলে আশা করছেন তারা।
সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ব্যতিক্রমী নানা কর্মসূচীর আয়োজন করেছে বরিশাল সিটি কর্পোরেশন। এর মধ্যে গত ৭ মার্চ থেকে দিনরাত মিলিয়ে প্রায় ৩ শতাধিক মানুষ কাজ করছেন এ লোগো’র সকল কার্যক্রম সম্পন্ন করতে।
লোগো তৈরীর সার্বিক দায়িত্বে থাকা ইঞ্জিঃ মোঃ মিজানুর রহমান জানান, বঙ্গবন্ধু উদ্যানের প্রায় ১ লক্ষ ৬০ হাজার বর্গফুট জায়গা জুড়ে প্রায় ১৩ হাজার প্যানাপ্লেক্স এর ব্যানার দিয়ে তৈরী করা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর লোগো। ইতোমধ্যে কাজের অধিকাংশই শেষ হয়েছে। মেয়র নিয়মিত এসে কাজের অগ্রগতি পরির্দশন করছেন। বিসিসি’র নিরাপত্তা কর্মীর একটা বড় অংশ রয়েছেন নিরাপত্তার দায়িত্বে। যাতে লোগো তৈরীর প্রয়োজনীয় জিনিসপত্র মাঠে সুরক্ষিত থাকে।
এছাড়াও অনুষ্ঠানের দিন প্রশাসনের বিশেষ টিম কাজ করবে বলে জানিয়েছেন বরিশাল কোতয়ালী থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম। আওয়ামী লীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও চারুকলার সহযোগিতায় এ কর্মসূচীগুলো বাস্তবায়ন করা হবে।
সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ গত শনিবার দুপুরে নগরীর কালীবাড়িস্থ তার বাসভবনে সাংবাদিক সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন। মেয়র বলেন, ৭ মার্চ নগর ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মুজিব শতবর্ষের কর্মসূচী শুরু হয়েছে। ৩১ মার্চ সন্ধ্যায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচীর শেষ হবে।
এর মধ্যে উল্লেখযোগ্য কর্মসূচী হয়েছে ৭ মার্চ বিকেল ৩টা ২০ মিনিটে নগরীর প্রতিটি ওয়ার্ডে একযোগে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার। এরপরে ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশ্বের সর্ববৃহৎ “বঙ্গবন্ধু সাইকেল যাত্রা” অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ মার্চ অনুষ্ঠিত হবে ওয়াপদা কলোনী টর্চার সেলে গণহত্যা বিষয়ক চিত্র প্রদর্শনী। তবে সবচেয়ে ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর লোগো’র সর্ববৃহৎ মানব প্রদর্শনী। ৩০ মার্চ বিকেলে বঙ্গবন্ধু উদ্যানে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, লোগো’র প্রদর্শনীটি হবে সারা বিশ্বের সর্ববৃহৎ মানব প্রদর্শনী। তিনি আরও বলেন, কৃষক নেতা শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের জন্মশতবার্ষিকী ২৮ মার্চ। ওই দিন পবিত্র শবেবরাত থাকায় আগের দিন ২৭ মার্চ জন্মশত বার্ষিকী উদ্যাপন করা হবে। সেদিন কীর্তনখোলা নদীতে অনুষ্ঠিত হবে নৌকা বাইচ প্রতিযোগিতা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ২৪ দিনব্যাপী কর্মসূচীতে উল্লেখিত কর্মসূচী ছাড়াও বিভিন্ন সময়ে অনুষ্ঠিত হবে প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গণহত্যা বিষয়ক চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সংবাদ সম্মেলনে কর্মসূচী ঘোষণার সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট একে এম জাহাঙ্গীর, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র গাজী নঈমুল ইসলাম লিটু, প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক আহম্মেদ প্রমূখ।