বরিশাল
বরিশাল মহানগরের জাতীয় যুব সংহতির আহ্বায়ক কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক॥ জাতীয় যুব সংহতি বরিশাল মহানগর শাখার ৮১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার রাতে কেন্দ্রীয় আহ্বায়ক এইচএম শাহরিয়ার আসিফ এ কমিটির অনুমোদন দেন। কমিটিতে অধ্যাপক গিয়াস উদ্দিনকে আহ্বায়ক ও প্রভাষক রফিকুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।
কেন্দ্রীয় সদস্য সচিব আহাদ ইউ চৌধুরী শাহীন জানান, বরিশালে সাংগঠনিক কার্যক্রমে আরও গতি আনতে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
আহ্বায়ক-সদস্য সচিব ছাড়াও কমিটিতে আব্দুল আলিম মাস্টার, মোকলেছুর রহমান, মনির মিয়া ও সোহাগ সিকদারকে যুগ্ম আহবায়ক করে ৮১ জনকে সদস্য করা হয়েছে।