বরিশাল মহানগরের জাতীয় যুব সংহতির আহ্বায়ক কমিটি গঠন
দেশ জনপদ ডেস্ক|১৯:১৮, জুন ০৬ ২০২২ মিনিট
নিজস্ব প্রতিবেদক॥ জাতীয় যুব সংহতি বরিশাল মহানগর শাখার ৮১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার রাতে কেন্দ্রীয় আহ্বায়ক এইচএম শাহরিয়ার আসিফ এ কমিটির অনুমোদন দেন। কমিটিতে অধ্যাপক গিয়াস উদ্দিনকে আহ্বায়ক ও প্রভাষক রফিকুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।
কেন্দ্রীয় সদস্য সচিব আহাদ ইউ চৌধুরী শাহীন জানান, বরিশালে সাংগঠনিক কার্যক্রমে আরও গতি আনতে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
আহ্বায়ক-সদস্য সচিব ছাড়াও কমিটিতে আব্দুল আলিম মাস্টার, মোকলেছুর রহমান, মনির মিয়া ও সোহাগ সিকদারকে যুগ্ম আহবায়ক করে ৮১ জনকে সদস্য করা হয়েছে।