সারাদেশ
ভূমিকম্পে নিহত মেয়ের দাফনে থাকতে পারেননি, স্ত্রীকে নিয়ে ঘুরছেন হাসপাতালে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে ১ বছর বয়সি কন্যাশিশু ফাতেমা নিহত হয়েছে। এ সময় তার মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হয়েছেন।
শুক্রবার বিকালে শিশু ফাতেমার দাফন সম্পন্ন হয়েছে। এতে অংশ নিতে পারেননি তার মা-বাবা।
নিহত ফাতেমার বাবা আব্দুল হক গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ ৫ নাম্বার ক্যানেল এলাকার বাসিন্দা। তিনি তার স্ত্রী কুলসুমকে নিয়ে হাসপাতালে ঘুরছেন।
এ বিষয়ে ফাতেমার বাবা-মার সঙ্গে থাকা খালু মোহাম্মদ হোসেন জানিয়েছেন, আব্দুল হক তার স্ত্রীকে নিয়ে দুপুর থেকে হাসপাতালে-হাসপাতালে ঘুরছেন। এখন পর্যন্ত তিনটি হাসপাতালে গেলেও উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে পারেননি। দুটি হাসপাতালে শয্যা না থাকায় তার ভর্তি নেওয়া হয়নি।
এর আগে কুলসুমকে রূপগঞ্জের ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসার পর শয্যা না থাকার কথা জানানো হয়। পরে তাকে বেসরকারি ঢাকা ন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভর্তি নিতে অপারগতা প্রকাশের কথা জানানো হয়।
মোহাম্মদ হোসেন বলেন (তার ভাষায়), দুপুর থেইকা আমরা ঘুরতেছি। ঢাকা মেডিকেলে খালি ওয়াশ কইরা ব্যান্ডেজ কইরা বলে সিট নাই, বাড়িতে নিয়ে যেতে। কিন্তু মাথায় এমন আঘাত পাওয়া রোগী যার কোনো হুঁশ নাই, কথা বলতে পারে না, তারে কেমনে বাড়িতে নেই। কিন্তু ভাই, কোথাও ভর্তি করাতে পারতেছি না।
মোবাইল ফোনে মোহাম্মদ হোসেন বলেন, আমরা গরিব মানুষ, ক্ষমতা নাই। নাইলে তিনটা জায়গায় গিয়াও চিকিৎসা কেন পামু না? আমার সোনার বাংলাদেশে গরিবের চিকিৎসা নাই।
সবশেষ অবস্থার কথা জানতে চাইলে তিনি জানান, চিকিৎসকের পরামর্শে এখন তারা আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করছেন।
তিনি বলেন, ‘ওই হাসপাতালে যাওয়া পর্যন্ত আমার শালি বাঁচে কিনা শিওর না’।
শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে ভূমিকম্পের ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ভূমিকম্পের সময় ঘটনাস্থলে হয়ে ভুলতা গাউছিয়া যাওয়ার সময় সড়কের পাশের দেয়াল ধসে শিশু ফাতেমা, তার মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগমের ওপর পড়ে। এ সময় ঘটনাস্থলেই নবজাতকের মৃত্যু হয়। পরে তারা দেয়ালের নিচ থেকে শিশুর লাশ উদ্ধার করেন। আহত অবস্থায় শিশুটির মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগমকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান বলেন, ভূমিকম্পে দেয়াল ধসে ফাতেমা নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় স্থানীয়রা শিশুটির মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যান।


