আগৈলঝাড়া
বরিশালে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
বরিশালের আগৈলঝাড়ার বাকাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য হেমায়েত সিকদারকে (৫০) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউল ইসলাম জানান, রাজনৈতিক মামলার আসামি হেমায়েত সিকদারকে ৩ নভেম্বর দিবাগত মধ্যরাতে থানা পুলিশ অভিযান চালিয়ে পয়সা এলাকা থেকে গ্রেপ্তার করেছে।
ওসি আরো জানিয়েছেন, হেমায়েত সিকদারকে আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, হেমায়েত সিকদার আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি (হেমায়েত) পয়সা গ্রামের মৃত আব্দুল মান্নান সিকদারের ছেলে।


