সারাদেশ
কোটালীপাড়ায় ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজোলায় ১০৭ পিচ ইয়াবাসহ সবুজ দাড়িয়া(৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।গত বুধবার সন্ধ্যায় উপজেলার টুপরিয়া গ্রামের হেমায়েত ব্রীজের দক্ষিণ পাশ থেকে কোটালীপাড়া থানা পুলিশ সবুজ দাড়িয়াকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত সবুজ দাড়িয়া উপজেলার মাঝবাড়ি গ্রামের সোহরাব দাড়িয়ার ছেলে ও এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।কোটালীপাড়া থানার এস আই সাদ্দাম হোসেন খান বলেন, টুপরিয়া হেমায়েত ব্রীজের দক্ষিণ পাশে এক জন মাদক বিক্রেতা মাদক বিক্রি করছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিতস্থানে অভিযান চালিয়ে ১০৭ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সবুজকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই।
উদীচী শিল্পীগোষ্ঠী কোটালীপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক রতন সেন কংকন বলেন,ইদানিং কোটালীপাড়ায় ব্যাপক ভাবে মাদক বিক্রি ও সেবন এবং অনলাইন জুয়া খেলা বৃদ্ধি পেয়েছে। পুশিশ প্রশাসনের এদিকে আরো নজরদারি বাড়ানো উচিৎ।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান বলেন,মাদক এবং অনলাইন জুয়া প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে এবং আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে।