সারাদেশ
বোরকা পরে এসে বিএনপিকর্মীকে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করে হত্যা
ফেনীর সোনাগাজীতে আবুল হাসেম (৫০) নামে বিএনপির এক কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) ভোরে উপজেলার ওলামা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পূর্ববিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নিহত আবুল হাসেম উপজেলার চরদরবেশ ইউনিয়নের উত্তর চরদরবেশ গ্রামের শুক্কুর মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল হাসেম সোনাগাজী পশ্চিম বাজার এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। মঙ্গলবার ভোরে তিনি গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে ওলামা বাজার এলাকায় পৌঁছালে বোরকা পরা এক ব্যক্তি তার গতিরোধ করেন। এ সময় আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তাকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করেন। সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, নিহত আবুল হাসেমের পরিবারের সঙ্গে প্রতিবেশী বেলায়েত হোসেন বেলালের দীর্ঘদিনের জায়গা-জমি সংক্রান্ত বিরোধ ছিল। এসবের জেরে ২০২১ সালের ৩১ মে কৃষক বেলালকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় করা হত্যা মামলায় আবুল হাসেমকে দুই নম্বর আসামি করা হয়েছিল। ওই ঘটনার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
সোনাগাজী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টু বলেন, আবুল হাসেম দলীয় পদে না থাকলেও সক্রিয় কর্মী ছিলেন। পূর্ববিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
এ ব্যাপারে সোনাগাজী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকন বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রাসেল নামের একজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।