পটুয়াখালী
পটুয়াখালীতে ওএমএসের চালে অনিয়ম, ডিলারসহ আটক ২
পটুয়াখালীতে ওএমএসের (খোলা বাজারে চাল বিক্রি) চাল বিক্রিতে অনিয়মে ডিলার ও তার এক সহযোগীকে আটক করেছে যৌথ বাহিনী।
এ সময় ওই ডিলার ও তার সহযোগীর বসতঘরে মজুদ করা ৮০ কেজি চাল এবং ওএমএস চালের ১০টি খালি বস্তা উদ্ধার করা হয়েছে।
বুধবার (৫ মার্চ) দুপুরে জেলার রাঙ্গাবালী উপজেলার বাহেরচর বাজারে নৌবাহিনী ও পুলিশ যৌথভাবে তাদের আটক ও চাল জব্দ করে।
আটকরা হলেন- ডিলার সোহাগ রাঢ়ী ও তার সহযোগী হেলাল উদ্দিন।
অভিযানের নেতৃত্ব দেন নৌবাহিনীর রাঙ্গাবালী কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট মো. মোহসীন কবির মৃধা।
যৌথ বাহিনীর তথ্যমতে, খাদ্য মন্ত্রণালয়ের অধীনে থাকা বাহেরচর বাজারের এই ডিলারের মাধ্যমে প্রতি কর্মদিবসে ২০০ জন নিম্ন আয়ের মানুষের জন্য ৩০ টাকা কেজি দরে জনপ্রতি পাঁচ কেজি হারে এক মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দ পাওয়া সিংহভাগ চাল সুবিধাভোগীদের মধ্যে বিতরণ না করে বেশি দরে কালোবাজারে বিক্রি এবং যেসব সুবিধাভোগী চাল পায়-তাদেরও পাঁচ কেজিতে ৩৬০ গ্রাম ওজনে কম দেওয়াসহ নানা অনিয়মের সত্যতা পাওয়া যায়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান বলেন, আটকদের বিরুদ্ধে রাঙ্গাবালী থানায় মামলা দায়ের করা হবে। সেই সঙ্গে চাল বিতরণে অনিয়মের দায়ে নিয়ম অনুযায়ী এই ডিলার বাতিল করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।