সারাদেশ
১৫ বোতল ফেনসিডিলসহ ধরা পড়লেন স্কুলশিক্ষক
নিজস্ব প্রতিবেদক : মেহেরপুরের গাংনীতে ১৫ বোতল ফেনসিডিলসহ স্বপন আলী নামে এক স্কুলশিক্ষককে আটক করার কথা জানিয়েছে পুলিশ। গতকাল গাংনীর বামন্দী ইউনিয়নে নিশিপুর সড়ক থেকে তাকে আটক করা হয়।
পুলিশ বলছে, এ সময় শিক্ষক স্বপন আলীর মোটরসাইকেল তল্লাশি করে ১৫ বোতল ফেনসিডিল পাওয়া যায়। স্বপন আলী ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
গাংনী থানার অফিসার ইনচার্জ বাণী ইসরাইল আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এএসআই কালাম বলেন, বামন্দী নিশিপুর এলাকায় ফেনসিডিল পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিশিপুর এলাকা থেকে ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।