বরিশাল
বরিশালে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে জখম
নিজস্ব প্রতিবেদক : জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে বরিশালে আলমগীর হোসেনকে (৪৮) প্রকাশ্যে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেছেন জসিম আকন (৪৫) নামে এক ব্যক্তি।
রোববার (১৭ নভেম্বর) দুপুরে নগরীর কাউনিয়া হাউজিং এলাকায় এই ঘটনা ঘটে। সোমবার (১৮ নভেম্বর) প্রকাশ্যে কুপিয়ে আহত করার সাড়ে ৩ মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
এই ঘটনায় আহত আলমগীর বরিশাল নগর পুলিশের কাউনিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্তকে আটকে অভিযান চলছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম।
আহত আলমগীর বলেন, জমি নিয়ে বিরোধের কারণে আমার পরিবারের সদস্যদের ওপর ছুরি নিয়ে আকস্মিক হামলা চালায় জসিম। এ সময় আমি (আলমগীর) হামলাকারীকে বাধা দিলে আমাকে কুপিয়ে আহত করা হয়। এছাড়া আমার বসতঘরে ভাঙচুর চালানো হয়েছে।
নগর পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম জানান, এই ঘটনায় আহত ব্যক্তির দেওয়া লিখিত অভিযোগ পেয়েছি। এখন আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।