পাথরঘাটা
পাথরঘাটায় গ্যাস সিলিন্ডার থেকে আগুন, পুড়ে ছাই ১২ দোকান
নিজস্ব প্রতিবেদক : বরগুনার পাথরঘাটায় রেস্টুরেন্টের গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে ১২টি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার সকাল ৭টার দিকে পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খাদ্যগুদাম রোডে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ভোর রাতে সেহরি করে সবাই ঘুমিয়ে যায়। সকালে কয়েকজন লোক দেখতে পায় ইদ্রিসের দোকানে আগুন জ্বলছে। মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পাথরঘাটা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগীতায় প্রায় দেড় ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ১২টি ব্যাবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়।
আগুনে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকনুজ্জামান খান জানান, ‘আগুন লেগে অনেকগুলো ঘর পুড়ে গেছে। আমরা তালিকার কাজ শুরু করেছি। তালিকা শেষে সরকারি অনুদান ক্ষতিগ্রস্তদের দেয়ার ব্যবস্থা করব। ইতোমধ্যে এমপি মহোদয় তার ব্যক্তিগত পক্ষ থেকে সহায়তা করেছেন।’
ফায়ার সার্ভিসের পাথরঘাটা স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম বলেন, ‘আগুনের খবর পাওয়ার সাথে সাথেই আমাদের টিম আগুন নিয়ন্ত্রণের জন্য ছুটে আসে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নেভাতে সক্ষম হয়েছি। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি, তা জানার চেষ্টা চলছে।’ বরগুনা-২ আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা বলেন, ‘ঘটনা শোনার পরেই আগুনে ক্ষতিগ্রস্ত ঘরগুলো দেখে এসেছি। আমার পক্ষ থেকে সকলকেই সহায়তা করেছি এবং সরকারিভাবেও সহায়তা করা হবে।’