ভোলা
শাহবাজপুর গ্যাসক্ষেত্রের ষষ্ঠ কূপের খনন শুরু
নিজস্ব প্রতিবেদক ॥ শুক্রবার সকালে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেন কূপের খনন কাজের উদ্বোধন করেন।
শাহবাজপুর গ্যাসক্ষেত্রের ষষ্ঠ কূপ টবগী-১ কূপটি প্রায় ৩৫০০ মিটার গভীরতা পর্যন্ত খনন করা হবে।
কূপটি খনন করছে রাশিয়ার গ্যাজপ্রম নামের একটি কোম্পানি। এই কূপ থেকে দৈনিক ২০ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস (এমএমসিএফডি) পাওয়া যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)।
আগামী এক বছরের মধ্যে বাপেক্স রাশিয়ার প্রতিষ্ঠান গ্যাজপ্রমের মাধ্যমে ভোলায় টবগী-১ নামক অনুসন্ধান কূপ খননের কাজ শুরু করেছে। এ প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে ইলিশা-১ ও ভোলা নর্থ-২ আরও ২টি অনুসন্ধান কূপ খনন করা হবে।
জ্বালানি সংকট মোকাবেলায় দেশে গ্যাসের উৎপাদন বাড়াতে এই নতুন গ্যাস কূপ খননের উদ্যোগ নিয়েছে বাপেক্স।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান।
তিনি জানান, দেশীয় গ্যাস উৎপাদন বৃদ্ধির লক্ষে বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে। এই কূপ থেকে প্রতিদিন ২০ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার আশা করা হচ্ছে। যা গ্যাস সংকট নিরসনে সহায়তা করবে। নতুন কূপ খননের মধ্যে দিয়ে গ্যাসের মজুদ বাড়ার আশা করছে বাপেক্স।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মো. আলী।