আগৈলঝাড়া
বরিশালে সড়ক দুর্ঘটনায় ২ জন আহত
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন আহত হয়েছেন। জানা গেছে, বুধবার সকালে উপজেলার গৈলা পল্লী বিদ্যুৎ অফিস থেকে মোটরসাইকেলযোগে রামের বাজার যাওয়ার পথে ভ্যানের সাথে সংঘর্ষে আগৈলঝাড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের লাইনম্যান গোলাম মোস্তফার ছেলে সাইদুল ইসলাম (২৮) ও একই অফিসের আবুল কালামের ছেলে ইমরান হোসেন (২২) আহত হন।
এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সৈকত জয়ধর জানান, সড়ক দুর্ঘটনায় আহত ২ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।