আগৈলঝাড়া
বরিশালে দু’ পক্ষের সংঘর্ষে ৪ জন আহত, ওয়ার্ড আ’লীগ নেতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের আগৈলঝাড়ায় পূর্ব শত্রুতা ও জমির বিরোধকে কেন্দ্র করে হামলা-সংঘর্ষে দুই পক্ষের ৪ জন আহত হয়েছে।
আহত ৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ১ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার দক্ষিণ গৈলা গ্রামে এ ঘটনা ঘটে ।
আহতরা হলো ঐ গ্রামের অমূল্য মন্ডল (৬৫) ও প্রতিপক্ষের সকজ মন্ডলের স্ত্রী নমিতা মন্ডল (৩৮), মেয়ে সেতু মন্ডল (১৬) ও ভাই বিকাশ মন্ডল (৩৮) ।
এঘটনায় থানায় মামলা দায়ের করলে পুলিশ ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে। থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন ।
জানা গেছে বৃহস্পতিবার রাতে উপজেলার দক্ষিণ গৈলা গ্রামের অমূল্য মন্ডল এর সাথে একই বাড়ির ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সকজ মন্ডলের সাথে পূর্ব শত্রুতা ও জমির বিরোধকে কেন্দ্র করে বাকবিতন্ডার সৃষ্টি হয় ।
এসময় সকজ মন্ডল ও তাঁর পরিবারের সদস্যরা অমূল্য মন্ডলকে মারধর করলে দু পক্ষের ভিতরে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে ।
এতে অমূল্য মন্ডল ও প্রতিপক্ষের সকজ মন্ডলের স্ত্রী নমিতা মন্ডল মেয়ে সেতু মন্ডল ও ভাই বিকাশ মন্ডল আহত হলে তাদের উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন ।
এদের মধ্যে অমূল্য মন্ডলের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করে। অবস্থার অবনতি হওয়ায় এ হাসপাতাল থেকে অমূল্য মন্ডলকে শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়।
আহত অমূল্য মন্ডলের ভাই অমৃত মন্ডল জানান, পূর্ব শত্রুতা ও জমির বিরোধকে কেন্দ্র করে বাকবিতন্ডার একপর্যায় প্রতিপক্ষ সকজ মন্ডল ও তাঁর পরিবারের লোকজন আমার ভাইকে এলোপাথারি পিটিয়ে গুরুতর আহত করেছে। অমূল্যর অবস্থা আশঙ্কা জনক হওয়ায় শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়।
প্রতিপক্ষের সকজের স্ত্রী নমিতা মন্ডল জানান, পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে হামলা-সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আমিসহ আমার পরিবারের ৩ জন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছি।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান হামলা সংঘর্ষের ঘটনায় অমূল্য মন্ডলের ভাই অমৃত মন্ডলের স্ত্রী প্রতিভা মন্ডল বাদী হয়ে শুক্রবার থানায় সকজ মন্ডলসহ ৭জনকে আসামী করে মামলা দায়ের করেছেন।
আসামী সকজ মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বিকেলে গ্রেপ্তারকৃত আসামীকে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।