আগৈলঝাড়া
আগৈলঝাড়ায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের আগৈলঝাড়ায় ১০৩পিচ ইয়াবাসহ কামাল মোল্লা ও সোহাগ ফকির নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়েছে মাদক ব্যবসায়ী জাকির ফকির। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তিন জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে।
থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, মাদক কেনা বেচার গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে নয়টার দিকে এসআই আলী হোসেনের নেতৃত্বে সঙ্গিয় ফোর্স আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়কের বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী এলাকায় পেট্রোল পাম্পের পশ্চিম পাশে অভিযান চালায়। অভিযানে আগৈলঝাড়ার সুজনকাঠী গ্রামের মৃত. কাশেম মোল্লার ছেলে কামাল মোল্লা (৪৫) ও গৌরনদী উপজেলার দক্ষিণ পালরদী গ্রামের মোকছেদ আলী ফকিরের ছেলে সোহাগ ফকিরকে (৩০) ১০৩পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। এসময় আগৈলঝাড়া উপজেলায় মাদকের ৫টি মাদক মামলার আসামী ফুল্লশ্রী গ্রামের রফিজ উদ্দিন ফকিরের ছেলে জাকির ফকির (৪২) পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়।
অভিযানের নেতৃত্ব দেয়া এসআই মো. আলী হোসেন বাদী হয়ে গতকাল রোববার সকালে পলাতক জাকির ও গ্রেফতারকৃত কামাল ও সোহাগকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন, যার নং-১৫।(২৭.৬.২১)। গ্রেফতারকৃত কামাল ও সোহাগকে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।