আগৈলঝাড়া
আগৈলঝাড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের আস্কর গ্রামে পুকুরের পানিতে ডুবে রুদ্র রায় (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ জুন) দুপুরে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত শিশু রুদ্র ওই গ্রামের কমলেশ রায়ের ছেলে।
কমলেশ রায় জানান, শনিবার সকালে রুদ্র বাড়ির আঙ্গিনায় খেলা করছিল। এসময় তার সাথে পাশের বাড়ির শিশুরা ছিল। নানা কাজে ব্যস্ত ছিল পরিবারের অন্যান্য সদস্যরা। দুপুরের দিকে শিশু রুদ্রর খোঁজ পড়ে। বিভিন্ন স্থানে খোঁজাখুজির পর পুকুরে তার নিথর দেহ ভাসতে দেখেন তারা। এসময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু রুদ্রকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তানজিনা আক্তার পানিতে ডুবে শিশু রুদ্রর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।