আগৈলঝাড়া
আগৈলঝাড়ায় প্রধানমন্ত্রীর দেয়া ঘর পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক
আগৈলঝাড়া প্রতিনিধি ॥ “আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার” এই শে¬াগানকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় প্রধানমন্ত্রীর দেয়া উপহার ঘর পরিদর্শন করেন অতিরিক্ত বরিশাল জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস। জানা গেছে, শনিবার বিকেলে উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল গ্রামে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত আশ্রয়ন প্রকল্পের ঘর পরিদর্শন করেন অতিরিক্ত বরিশাল জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবুল হাশেম, গৈলা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু, ইউপি সদস্য আসাদুজ্জামান বাদল সেরনিয়াবাত প্রমূখ। এসময় অতিরিক্ত বরিশাল জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত আশ্রয়ন প্রকল্পের ঘর পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।