বরগুনা
সামাজিক অবক্ষয় রোধে এগিয়ে এসেছে শিশুরা
নিজস্ব প্রতিবেদক॥ বরগুনার বেতাগীতে সামাজিক অবক্ষয় রোধে এগিয়ে এসেছে শিশুরা। জনপ্রতিনিধিদের দায়িত্ববোধ জাগ্রত করতে আয়োজন করা হয় মতবিনিময় সভা। পাশাপাশি এ ধরনের কাজে তাদের সোচ্চার হওয়ার জন্য উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করতে প্রদান করে সম্মাননা স্মারক।
ন্যাশনাল চিল্ডেন ট্রাষ্ট ফোর্স (এনসিটিএফ) আয়োজনে লিঙ্গ সমতা অর্জন, নারী ও কণ্যা শিশুদের ক্ষমতায়ন শীর্ষক- মতবিনিময় সভায় শিশুদের আলোচনায় উঠে আসে-দেশের অন্যান্য এলাকার ন্যায় এ জনপদেও ইভটিজিংয়ের মত জগন্য ঘটনা নিত্য ঘটে চলছে। সামজিক এ দুষণের কারণে সমাজের প্রতিটি মানুষ আক্রান্ত হচ্ছে।
দিনে দিনে চরম অবনতির দিকে যাচ্ছে সামাজিক মূল্যবোধ। সামাজিক এ অবক্ষয়ের কারণে বৃদ্ধি পাচ্ছে বিশৃঙ্খলা, অন্যায়, অত্যাচার সহ নানাবিধ অনৈতিক কার্যক্রম। এমনকি কেউ কেউ অকালে প্রান হারাচ্ছে।
এ ধারা অব্যাহত থাকলে অসময়েই আরও অনেক মেধাবী শিশু সমাজ থেকে হারিয়ে যাবে। সমাজের সচেতন নাগরিক হিসেবে তাই এ অবস্থা আর বাড়তে দেওয়া যায়না। খুবই জরুরী হয়ে পড়েছে এ অবস্থা থেকে উত্তরণের।
এনসিটিএফ‘র উপজেলা সভাপতি তানজিলা জামান শিফার সভাপতিত্বে পৌর পরিষদ মিলনায়তনে গতকাল বেলা এগারটায় এতে প্রধান অতিথি ছিলেন, পৌর মেয়র আলহাজ¦ এবিএম গোলাম কবির, বিশেষ অতিথি ছিলেন, সিবিডিপির নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ, বেতাগী প্রেসক্লাবের আহবায়ক সাইদুল ইসলাম মন্টু, নবনির্বাচিত প্যানেল মেয়র এবিএম মাসুদুর রহমান খান।
উপজেলা এনসিটিএফ’র সাধারণ সম্পাদক মো. খাইরুল ইসলাম মুন্নার সঞ্চালনায় এ অনুষ্ঠানে বক্তৃতা করেন, প্রেসক্লাবের সদস্য সচিব লায়ন মো: শামীম সিকদার, কাউন্সিলর মো: আব্দুলমান্নান হাওলাদার ও উপজেলা এনসিটিএফ’র সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস বেহেস্তী।
এ সময় অনুষ্ঠানে অংশ গ্রহণকারী শিশুদের পক্ষ থেকে তানজিলা জামান শিফা সভার সভাপতি হিসেবে তার মতামত ও জোড়ালো দাবি তুলে ধরে বলেন, সমাজের সকল মানুষের পারষ্পারিক সহযোগিতার মাধ্যমেই মানুষ টিকে থাকে।
তাই এ অসম্ভবকে সম্ভব করতে বেতাগী পৌরসভা, বেতাগী থানা ও অন্যান্য পেশার মানুষের সম্বনয়ের মাধ্যমে কাঙ্খিত স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যেতে হবে।
ইভটিজিং মুক্ত পৌরসভা ঘোষনা করতে হবে। এ জন্য পৌর জনপ্রতিনিধিদের নজরদারি ও পুলিশ টহল বৃদ্ধি এবং সর্বস্তরের নাগরিকদের বিশেষ করে সাংবাদিক সমাজকে এগিয়ে আসতে হবে।