বরিশাল সদর
বরিশালে ছাত্রদলে প্রকাশ্যে বিভক্তি
বরিশালে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্রে করে পাল্টাপাল্টি সাংগঠনিক শক্তি প্রদর্শন করেছে বিবাদমান দুটি গ্রুপ। এর একাংশে যোগ দিয়েছেন বিএনপিতে পদ পেতে মরিয়া বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার বিরোধী সাবেক ছাত্রনেতারাও। গতকাল শনিবার দুই পক্ষের বিশাল মিছিলে দলে বিরোধ স্পষ্ট হয়ে উঠেছে। সরোয়ার অনুসারী ছাত্রদল নেতারা দাবি করেছেন, বিএনপিতে পদ দখলের জন্য দলে মেরুকরণ করতে চক্রান্ত করছেন মিছিলে থাকা সাবেক ছাত্রনেতারা। তবে সরোয়ারের বলয় থেকে ছুটে যাওয়া ছাত্রনেতারা জানিয়েছেন, সাবেক ছাত্রনেতাদের আমন্ত্রণ জানানোয় তারা মিছিলে এসে কর্মসূচি সফল করেছেন। জানা গেছে, বরিশাল বিএনপিতে দীর্ঘদিন ধরে একছত্র আধিপত্তকারী সরোয়ারকে হটাতে ছাত্রদলের এই বিভক্তির নেপথ্যে কলকাঠি নাড়ছেন বিএনপির কেন্দ্রীয় তিন নেতা।
গতকাল শনিবার দুপুর ১২টায় আকস্মিকই ছাত্রদলের বিবদমান দুটি গ্রুপ বরিশাল নগরীতে বিশাল সোডাউন দিয়ে মিছিল বের করে। এর একাংশে ছিল বিএনপির যুগ্ম মহাসচিব ও মহানগর সভাপতি মজির রহমান সরোয়ার অনুসারীরা। এই মিছিলের নেতৃত্ব দেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম তরিক, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তারেক আল ইমরান, যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম ইমরান, সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ী প্রমুখ। মিছিলটি নগরীর সদর হাসপাতাল থেকে শুরু হয়ে অশ্বিনী কুমার টাউন হল-সংলগ্ন দলীয় কার্যালয়ে পৌঁছায়।
প্রায় একই সময় ছাত্রদলের অপরাংশ নগরীর বগুড়া রোডের সম্মুখ থেকে বিশাল মিছিল বের করে। ওই মিছিলের অগ্রভাগে সাবেক ছাত্রদল, বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল নেতারা অংশ নেওয়ায় চমক সৃষ্টি হয়।
এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নগর বিএনপির সহ-সভাপতি আক্তার হোসেন মেবুল, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল কবির, মহানগর যুবদলের সভাপতি আক্তারুজ্জামান শামিম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এএইচএম তছলিম উদ্দিন, মহানগর স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক মশিউর রহমান মঞ্জু। সাবেক এই ছাত্রনেতারা সরোয়ারের বিপক্ষে বিএনপিতে মেরুকরণ ঘটাতে দীর্ঘদিন ধরে একাধিকবার বৈঠক করে আসছেন। অপর একটি সূত্র জানিয়েছে, এই গ্রুপটির নেপথ্যে কলকাঠি নাড়ছেন সরোয়ারবিরোধী বিএনপির কেন্দ্রীয় তিন প্রভাবশালী নেতা। এদের ইশারায়ই সম্প্রতি নগর যুবদলের ছয় নেতা বহিষ্কার হন বলে সূত্র জানিয়েছে।
জানতে চাইলে সরোয়ার অনুসারী মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপির কতিপয় নেতা ছাত্রদলের ওপর ভর করে নগর বিএনপির পদে আসতে চান। যে কারণে ছাত্রদলের একাংশের মিছিলে তাদের দেখা গেছে। তারা এক ধরনের চক্রান্ত শুরু করেছেন। বিএনপির যুগ্ম মহাসচিব ও নগর সভাপতি সরোয়ার ভাইয়ের বিরুদ্ধে পাল্টা মেরুকরণ করার লক্ষ্যে এই চক্রান্ত চলছে। তিনি বলেন, গেল বছরের ৩০ নভেম্বর জেলা ছাত্রদলের সভাপতি মিঠু ও মহানগর সভাপতি রনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে একটি চিঠি দেন। ওই চিঠিতে তারা উল্লেখ করেনÑ ছাত্রদলের কমিটি গঠনে নিজেদের কর্মীকে পদ পাইয়ে দিতে বিএনপি নেতা সরোয়ার ও মেজবা চাপ প্রয়োগ করছেন। নগর সম্পাদক কবির বলেন, অথচ সরোয়ার ভাই কমিটি গঠনে এমন কোনো হস্তক্ষেপ করেননি। তিনি বলেন, মিছিলে যে সাবেক ছাত্রনেতাদের দেখা গেছে তারাই ইন্ধন জুগিয়ে পাল্টা কর্মসূচি করিয়েছেন।
তবে মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি বলেন, সাবেক ছাত্রনেতাদের তিনি দাওয়াত দিয়েছেন। তারা এসে একাত্মতা প্রকাশ করে দলের কর্মসূচিকে সমৃদ্ধ করেছেন। সরোয়ার ভাইয়ের বিরুদ্ধে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে অভিযোগ প্রসঙ্গে রনি বলেন, এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না। মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মীর জাহিদুল কবির অবশ্য বলেছেন, ছাত্রদল দাওয়াত দেওয়ায় সাবেক ছাত্রনেতা হিসেবে তারা কর্মসূচিতে অংশ নিয়েছেন। ছাত্রদলের পাল্টা যে মিছিল হয়েছে, তা তাদের জানা নেই।
এ ব্যাপারে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার বলেন, ছাত্রদলের কর্মসূচি একত্রেই হওয়া উচিত। কেন বিভিক্তি হচ্ছে, তা তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
সূত্র: আলোকিত বাংলাদেশ