বোরহানউদ্দিন
বোরহানউদ্দিনে পথচারীদের মাঝে মাক্স বিতরণ করেন পৌর মেয়র রফিকুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক ॥ পথচারীদের মাঝে বিনামূল্যে মাক্স বিতরণ করেন বোরহানউদ্দিন পৌর মেয়র ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম।
৩ ডিসেম্বর, বৃহস্পতিবার সকাল হতে দুপুর পর্যন্ত পৌর শহরের গুরুত্বপূর্ন এলাকায় এ মাক্স বিতরণ করা হয়।
এসময় পৌর মেয়র রফিকুল ইসলাম বলেন, ঘর হতে বাহিরে বের হলে সকলকে অবশ্যই বাধ্যতামূলক মাক্স পরতে হবে।
তিনি আরোও বলেন, করোনাকালীন সময় নিজে ভালো থাকুন এবং অপরকে ভালো রাখুন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, কাউন্সিলর সেলিম রেজা, মো. কামাল হোসেন সহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারী গণ।