বরিশাল সদর
দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সাল’র জন্মদিন আজ
নিজস্ব প্রতিবেদক:: বরিশাল থেকে প্রকাশিত পাঠকপ্রিয় দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং বরিশাল প্রকাশক ও সম্পাদক পরিষদ’র সাংগঠনিক সম্পাদক মুজিব ফয়সাল’র শুভ জন্মদিন আজ।
১৯৮৯ সালের আজকের এই দিনে তিনি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা আ: মোতালেব ও মাতা সামসুন্নাহার (নিরু) এর দুই ছেলে এক মেয়ের মধ্যে সবার ছোট মুজিব ফয়সাল।
তিনি ২০০৫ সালে দৈনিক বাংলার বনে পত্রিকার নলছিটি উপজেলা প্রতিনিধি হিসেবে প্রথম সাংবাদিকতা পেশায় যুক্ত হন। পরবর্তীতে দৈনিক কলমের কন্ঠ পত্রিকার সহ-ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৭ সালে তিনি দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার প্রকাশক ও সম্পাদক হিসেবে নতুনভাবে পথচলা শুরু করেন।
ইতিমধ্যে দৈনিক আজকের সুন্দরবন পত্রিকা পাঠকদের হৃদয়ে স্থান করে নিতে সক্ষম হয়েছে। ২০০৭ সালে এস.এস.সি ও ২০০৯ সালে এইচএসসি পাশ করেন। ২০১৫ সালে স্নাতক ডিগ্রী অর্জন করেন। তিনি বরিশাল ল’ কলেজ থেকে ২০১৯ সালে এলএলবি ডিগ্রী অর্জন করেন।