আগৈলঝাড়া
আগৈলঝাড়ায় কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য পরীক্ষার উপকরণ ও চাষীদের সবজি বীজ বিতরণ
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের আগৈলঝাড়ায় কমিউনিটি ক্লিনিকে জনগণের স্বাস্থ্য পরীক্ষার উপকরণ বিতরণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত চাষীদের সবজি বীজ বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে হাঙ্গার প্রকল্পের সহযোগিতায় মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার শহীদ সুকান্ত আবদুল্লাহ অডিটোরিয়মে উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
স্বাস্থ্য উপকরণ ও বীজ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার দোলন চন্দ্র রায়, হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মামুন মোল্লা, হাঙ্গার প্রকল্পের কন্যাশিশু এ্যাডভোকেসি ফোরাম সভাপতি এলিনা জাহিন, হাঙ্গার প্রকল্পর জেলা সমন্বয়কারী মোজাম্মেল হোসেন ও এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক কাজল দাসগুপ্ত।
অনুষ্ঠান শেষে উপজেলার রাজিহার ও বাকাল ইউনিয়নের ৯টি কমিউনিটি ক্লিনিকে সেবা নিতে আসা জনগণের জন্য প্রেসার মাপার যন্ত্র, থার্মোমিটার ও মাস্ক বিতরণ করা হয়। এসময় ওই ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত চাষিদের মধ্যে ১০জন করে ২০জনকে সবজির বীজ বিতরণ করা হয়। আয়োজকরা জানান, রাজিহার ও বাকাল ইউনিয়নের ৩শজন করে মোট ৬শ জন চাষিকে সবজির বীজ বিতরণ করা হবে।