বোরহানউদ্দিন
দৌলতখানে তুচ্ছ ঘটনায় ভাই-বোনকে মারধর
নিজস্ব প্রতিবেদক ॥ ভোলার দৌলতখানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইয়াসমিন বেগম (২২) নামের এক গৃহবধূ ও তার ছোট ভাই ইলিয়াস হোসেনকে হাতুড়ি দিয়ে মারধর করার অভিযোগ উঠেছে চাচা শহীদসহ পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে। উপজেলার চরখলিফা ইউনিয়নের ২ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইয়াসমিন-এর বাবা শাহাবুউদ্দিন ভূইয়া বাদী হয়ে দৌলতখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগেরপর থানার উপ-পরিদর্শক (এসআই) আহসান কবির ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতরা বর্তমানে দৌলতখান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত ইয়াসমিন জানান, গত রোববার বিকালে নানার ঘর থেকে আমাদের আসবাবপত্র বের করে আনার সময় চাচাতো বোন লামিয়ার সাথে বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডাকে কেন্দ্র করে চাচা শহীদ তার স্ত্রী রাবেয়া ও ছেলে যোবায়ের, মেয়ে লামিয়া, খাদিজা আমাকে হাতুড়ি দিয়ে ও ছোট ভাই ইলিয়াসকে লাঠিসোটা দিয়ে মারধর করে। খবর পেয়ে স্বজনরা তাদের উদ্ধার করে দৌলতখান হাসপাতালে এনে ভর্তি করান।
তিনি আরও জানান, এক সপ্তাহ আগেও তারা আমাদের ওপর হামলা করেছে। এদিকে এ বিষয় জানতে শহীদের সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।