আগৈলঝাড়া
আগৈলঝাড়ায় ডিআইজি’র কাছে আত্মসমর্পণ করা মাদক ব্যবসায়ী ইয়াবাসহ গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের আগৈলঝাড়ায় পুলিশী অভিযানে ডিআইজি’র কাছে আত্মসমর্পণ করা উপজেলার চিহ্নিত মাদক ব্যবসায়ী, অর্ধ ডজন মাদক মামলার আসামী দুই ভাই জাকির ও সালাম ফকির ৫৩ পিস ইয়াবাসহ গ্রেফতার হয়েছেন। থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, মাদক কেনা বেচার গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার রাতে তার নেতৃত্বে এসআই ফোরকান, এসআই শাহজাহান, এসআই মাহাবুব, এসআই জসীম, এএসআই আক্তারসহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামে আলোচিত ওই মাতক বিক্রেতাদের বাড়িতে অভিযান চালান। অভিযানে মৃত রফিজ উদ্দিন ফকিরের ছেলে জাকির (৪২) ও তার ভাই সালাম ফকিরকে (৩৫) ৫৩পিস ইয়াবাসহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত জাকির থানার অর্ধ ডজন মাদক মামলার আসামী। অন্যদিকে সালাম ডিআইজি’র কাছে আত্মসমর্পণ করা একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও তিনটি মাদক মামলার আসামী। এঘটনায় এস আই জসীম বাদী হয়ে ওই রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন, নং-১ (১.১১.২০)। গতকাল সোমবার সকালে গ্রেফতারকৃত দুই ভাইকে বরিশাল আদালতে প্রেরণ করেছে পুলিশ।