বরিশাল সদর
বরিশাল নগরীতে ২৫ বোতল ফেন্সিডিলসহ আটক ১
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে ২৫ বোতল ফেন্সিডিলিসহ এরক মাদক ব্যবসায়িকে আটক করেছে মেট্রোপলিটন কাউনিয়া থানা পুলিশ। শনিবার (২৮ জানুয়ারি ) রাত সোয়া ২ টার দিকে নগরীর কাউনিয়া বিসিক খাঁন সড়কের হাকিম স্টোরের সামনে থেকে তাকে আটক করা হয়।
শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল। আটককৃত হল, নগরীর কাশিপুরের জোর পুকুর এলাকার সজিবের বাসার ভাড়াটিয়া হিরক মণ্ডল (৩৩)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সোয়া ২ টার দিকে কাউনিয়া বিসিক খাঁন সড়কের হাকিম স্টোরের সামনে অভিযান চালান কাউনিয়া থানা পুলিশের একটি টিম। এসময় ২৫ বোতল ফেন্সিডিলসহ হিরক মণ্ডলকে আটক করা হয়।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল জানান, আটককৃত বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।