ঝালকাঠি
কাঠালিয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট অটোচালকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক ॥ ঝালকাঠির কাঠালিয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মো: এমাদুল হাওলাদার (২৫) নামের এক অটোচালকের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। এমাদুল ঝালকাঠির কাঠালিয়া উপজেলার উত্তর তালগাছিয়া গ্রামের মো: আউয়াল হাওলাদারের ছেলে।
এমাদুলের ভাই মো: মিরাজ জানান, কাঠালিয়ার মুর্শিদাবাদ এলাকায় গ্যারেজে অটো চার্জ হয়েছে কিনা তা দেখতে যায় এমাদুল। এ সময় বিদ্যুৎ স্পৃষ্টে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান তিনি। আশপাশের লোকজন অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।