দশমিনা
লোকালয়ে আটক মেছোবাঘ অবমুক্ত
নিজস্ব প্রতিনিধি ॥ পটুয়াখালীর দশমিনায় একটি মেছোবাঘ অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চরহায়দারে মেছোবাঘটি অবমুক্ত করেন উপজেলা বন বিভাগ।
উপজেলা বন কর্মকর্তা অমিতাভ বসু জানান, সোমবার বিকালে উপজেলার আলীপুরা ইউনিয়নের চাঁদপুরা গ্রাম থেকে মেছোবাঘটি আটক করেন স্থানীয়রা। পরে বন বিভাগ বাঘটি উদ্ধার করেন। মঙ্গলবার সকালে উপজেলা বন বিভাগের লোকজন উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চরহায়দারে মেছোবাঘটি অবমুক্ত করেন।