ভোলা
লালমোহনে লকডাউনের প্রথম সপ্তাহে ৭২ মামলায় ৪৮ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক ॥ করোনা ভাইরাসের সংক্রমন এড়াতে সরকারি ঘোষিত কঠোর লকডাউনের সপ্তম দিন অতিবাহিত হয়েছে বুধবার। কঠোর এ লকডাউনে সাধারণ জনগণের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে তৎপর রয়েছে ভোলার লালমোহন উপজেলা প্রশাসন ও থানা পুলিশ।
কঠোর লকডাউন বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার আল-নোমান ও সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম নিয়মিত অভিযান চালিয়ে বুধবার দুপুর ১২ টা পর্যন্ত কঠোর লকডাউনের প্রথম সপ্তাহে ৭২ টি মামলায় ৪৭ হাজার ৮ শত টাকা জরিমানা করেন। সরকার ঘোষিত সব ধরনের নির্দেশনা সঠিকভাবে বাস্তবায়ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও এবং এ্যাসিল্যান্ড।
অন্যদিকে লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমানের নির্দেশনায় ওসি মাকসুদুর রহমান মুরাদের নেতৃত্বে পুলিশও রয়েছে কঠোর অবস্থানে। উপজেলা প্রশাসনকে সহযোগিতার পাশাপাশি জনসমাগম এড়াতেও পুলিশ নিয়মিত টহল জোরদার করেছে। পুলিশের জোরালো টহলের কারণে বিনা কারণে মানুষ এখন অনেকটাই ঘরমুখী। বন্ধ রয়েছে জরুরী প্রয়োজনীয় সামগ্রী ছাড়া সব ধরনের দোকানপাট। যানবাহনের বৈধতা নিশ্চিত করতেও চেক পোস্টের মাধ্যমে প্রতিনিয়ত কাজ করছে লালমোহন থানা পুলিশ। এছাড়াও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন সর্বদা প্রশাসনকে জনপ্রতিনিধি হিসেবে সহযোগিতা করেছেন।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-নোমান বলেন, আমরা প্রথম দিন থেকেই সরকার ঘোষিত নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল। এতে আমাদের থানা পুলিশ সহযোগিতা করেছে। দ্বিতীয় দফার লকডাউনেও আমাদের একই রকম সতর্ক অবস্থান থাকবে।