সারাদেশ
লঞ্চের কেবিনে মিলল প্রেমিক-প্রেমিকার মরদেহ
নিজস্ব প্রতিবেদক : ঢাকার সদরঘাটে এমভি ময়ূর-৭ লঞ্চের একটি কেবিন থেকে প্রেমিক-প্রেমিকার মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। শুক্রবার (২ আগস্ট) সকালে নৌ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহতরা হলেন আনেয়ার হোসেন (২৫) ও রোজিনা আক্তার (২০)।
এমভি ময়ূর-৭ লঞ্চের সুপারভাইজর আবু সাইদ জানান, শুক্রবার (২ আগস্ট) সকালে চাঁদপুর থেকে আসা লঞ্চটি ঢাকার সদরঘাটে পৌঁছার পর সব যাত্রী নামলেও একটি কেবিনের দরজা বন্ধ ছিল। পরে দরজায় ধাক্কাধাক্কি করেও ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। এরপর নৌ পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। তিনি আরও জানান, স্বামী-স্ত্রী পরিচয়ে আনোয়ার হোসেন ও রোজিনা আক্তার লঞ্চের একটি কেবিন ভাড়া নিয়ে ছিলেন।
নৌ পুলিশ সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বলেন, লঞ্চ থেকে মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য দুটি মরদেহ মর্গে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আনোয়ার হোসেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া ইউনিয়নের ভোটাল গ্রামের হাফেজ মোহাম্মদের ছেলে এবং রোজিনা আক্তারের বাড়ি মাদারীপুর জেলায়। লঞ্চে থাকা লোকজন জানান, তারা প্রেমিক প্রেমিকা ছিল বলে শোনা গেছে।