পিরোজপুর
মঠবাড়িয়ায় প্রধান শিক্ষকের অপসারণ দাবীতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক ॥ পিরোজপুরের মঠবাড়িয়ার ভাইজোড়া জে,কে,এইচ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ,বি,এম আমিনুল হুদার অনিয়ম ও দুর্নীতি এবং তার ছেলেদের কর্তৃক ছাত্রীদের ইভটিজিং ও শিক্ষক লাঞ্ছিতের অভিযোগে প্রধান শিক্ষকের অপসারণ দাবী করে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার সকালে বিদ্যালয় সম্মুখ সড়কে অভিভাবক ও সাধারণ জনগণের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে জনপ্রতিনিধি, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ প্রায় দুই শতাধিক এলাকাবাসী অংশ গ্রহণ করেন।
এসময় অভিভাবক সাইদুল কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ মিরাজ মিয়া, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহিদুল ইসলাম এমাদুল হুদা, শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, সঞ্জীব কুমার, মাওলানা ফরিদ উদ্দিন, অভিভাবক সমির রঞ্জন হাওলাদার, মিজানুর রহমান, সজল হাওলাদার ও আফজাল খান প্রমুখ।
বক্তারা বলেন বিল বিহীন প্রধান শিক্ষক অনিয়ম ও দুর্নীতি ছাড়াও তার দুই ছেলে মোহাইমিনুল হক ও মোমিনুল হক প্রায়ই ছাত্রীদের উক্ত্যক্ত করে আসছে। এর প্রতিবাদ করলে শিক্ষকদের বিভিন্ন রকম হুমকিসহ শারীরিকভাবে লাঞ্ছিত করে।