ভোলা
ভোলায় বিপৎসীমা পার মেঘনার পানি, নিচু এলাকা প্লাবিত
নিজস্ব প্রতিবেদক॥ ভোলায় মেঘনার পানি বেড়ে বাঁধের বাইরের নিচু এলাকা প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে গেছে রাস্তা-ঘাট, ফসলি জমিসহ বিস্তীর্ণ এলাকা। উজান থেকে নেমে আসা পানির চাপ ও পূর্ণিমার প্রভাবে মেঘনার পানি বিপৎসীমা পার করেছে। বর্তমানে তা বিপৎসীমার উপরে প্রবাহিত হচ্ছে। এ তথ্য নিশ্চিত করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
পাউবো জানিয়েছে, শুক্রবার (১৩ জুন) দুপুরের পর থেকে মেঘনার পানি বিপৎসীমার ৩১সেন্টিমিটার উপরে প্রবাহিত হতে শুরু করে। এতে নিচু এলাকাগুলো প্লাবিত হচ্ছে।
জানা গেছে, পানির চাপে ঢালচর, চর পাতিলা, কলাতলীর চর, চর নিজাম, চর যতিন, সোনার চর ও দাসেরহাটসহ ১৫টি এলাকা প্লাবিত হয়েছে।
ঢালচরের চেয়ারম্যান সালাম হাওলাদার জানান, জোয়ারে তার এলাকার বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে। তবে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।
এদিকে পানি বৃদ্ধির কারণে নদীর তীরবর্তী দ্বীপচর ও উপকূলের বাঁধের বাইরের অন্তত ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে।
বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার খবর এলেও কোথাও থেকে ক্ষয়-ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। তবে, জোয়ারের পানির কারণে বন্দি হয়ে পড়েছেন উপকূলের বাসিন্দারা।
পাউবো ভোলার নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ জানান, পানিতে বাঁধের বাইরের নির্মাঞ্চল প্লাবিত হয়েছে।
স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন পয়েন্টে ভারী বর্ষণ হয়েছে। ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ক্ষয়-ক্ষতি না হলেও প্লাবন পরিস্থিতি আরও কিছুদিন স্থায়ী হবে বলেও জানায় সংস্থাটি।