ভোলা
বোরহানউদ্দিনে নানা আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপিত
নিজস্ব প্রতিবেদক ॥ ভোলা বোরহানউদ্দিন উপজেলা আ’লীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন নানা আয়োজনে পালিত হয়েছে।
বুধবার বিকাল সাড়ে ৫টায় বোরহানউদ্দিন পৌরসভার সামনে থেকে আ’লীগের উদ্যোগে বিশাল আনন্দ শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে থানা চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা রাখেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ¦ আলী আজম মুকুল এমপি।
এরপর আ’লীগ অফিসে নেতাকর্মীদের সাথে কেক কেটে দিনটি উদযাপন করেন সাংসদ আলী আজম মুকুল। এসময় আরও উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আ’লীগ সভাপতি মো. জসিম উদ্দিন হায়দার, আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ রফিকুল ইসলাম, আ’লীগ নেতা জাফর উল্ল্যাহ চৌধুরী, যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া প্রমূখ
সহ আ’লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি ওয়ার্ড হতে খন্ড খন্ড মিছিল এসে আ’লীগ অফিসে জড়ো হয়।
এদিকে দুপুরে বোরহানউদ্দিন পৌরসভার উদ্যোগে দিনটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।