আগৈলঝাড়া
বিএনপির সমাবেশে যাওয়ায় বন্ধ করে দেওয়া ২৬ দোকানের তালা খুলল
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে বিএনপির গণসমাবেশে যোগ দেওয়ায় বরিশালের আগৈলঝাড়া ও গৌরনদীর কয়েকটি দোকান ও এনজিওতে ঝুলানো তালা অবশেষে খুলে দেওয়া হয়েছে। সাত দিন বন্ধ রাখার পর আজ শুক্রবার সকালে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা ২৬টি দোকান ও একটি এনজিওর তালা খুলে দিয়েছেন বলে জানা গেছে।
আজ সকাল পর্যন্ত আগৈলঝাড়ার দুটি দোকান ও একটি এনজিওর অফিস এখনো তালাবদ্ধ রয়েছে। এদিকে বিএনপি নেতার কাছ থেকে ছিনিয়ে নেওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে মালিককে ফিরিয়ে দিয়েছে আগৈলঝাড়া থানা–পুলিশ।
নাম না প্রকাশ করার শর্তে আগৈলঝাড়া আওয়ামী লীগের তিন শীর্ষ নেতা বলেন, গতকাল রাত সাড়ে আটটার দিকে বাগধা ইউনিয়নের উত্তর চাত্রিশীরা বাজারে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের এক সভা অনুষ্ঠিত হয়। বাগধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বাগধা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইউনুস মিয়া, সাধারণ সম্পাদক মো. বজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামাল বক্তিয়ার, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. গাউস বক্তিয়ার, সাধারণ সম্পাদক আবদুর রহিম বক্তিয়ার প্রমুখ।
ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী আগৈলঝাড়ার বাকাল ইউনিয়নের পয়সার হাট বন্দরের পোলট্রি ফিড ব্যবসায়ী আনোয়ার খানের দোকান ছাড়া সব দোকান আজ সকালে খুলে দেওয়া হয়।