পটুয়াখালী
বাউফলে জাটকা বোঝাই ফিশিংবোটসহ আটক ৬
নিজস্ব প্রতিবেদক॥ পটুয়াখালীর বাউফলের তেঁতুলিয়া নদীতে চতুর্থ ধাপের কম্বিং অভিযান পরিচালনা করে ৬ মণ জাটকা ইলিশসহ একটি ফিশিং বোট জব্দ করেছে মৎস্য বিভাগ। মঙ্গলবার দিবাগত রাত ৪ টার দিকে তেঁতুলিয়া নদীর চরওয়াডেল পয়েন্ট এলাকা থেকে ওই মাছসহ ফিশিংবোট জব্দ করা হয়।
উপজেলা মৎস অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে মৎস অফিসের ফিল্ড সহকারি মো. আনিচুর রহমান,সৈয়দ রুহুল আমিন ও বাউফল থানার এস.আই মোঃ শামীম হাওলাদারের সমন্বয়ে একটি টিম তেঁতুলিয়া নদীতে নিয়মিত কম্বিং অভিযান পরিচালনা করেন। এ সময়ে পার্শ্ববর্তী উপজেলা চরফ্যাশন থেকে ঝাটকা ইলিশ নিয়ে ছেড়ে আসা একটি ফিশিংবোট তেঁতুলিয়া নদীর চরওয়াডেল পয়েন্টে পৌছালে ঝাটকা ইলিশ ও ছয় জেলেসহ বোটটি আটক করে উপজেলা মৎস অফিসের সামনে নিয়ে আসেন তাঁরা।
আটককৃতরা হলেন চরফ্যাশন উপজেলার রিয়াজ (২৪), কবির (২২), মাসুদ (২৮), বেল্লাল (১৮). জয়নাল (৩৪) ও চরবিশ্বাস গ্রামের মোঃ বাহাদুর(২৮)।
পরে আজ (বুধবার) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দ করা ওই মাছ উপজেলার বিভিন্ন এতিমখানায় ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে এবং বোটসহ ৬ জেলেদের কাছ থেকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ বায়েজিদুর রহমান।