বরিশাল
বাংলাদেশ আওয়ামীলীগ লালমোহন পৌর শাখার সাথে-বাংলাদেশ ছাত্রলীগের পরিচিতি সভা অনুষ্ঠিত
শংকর মজুমদার,ভোলা : বাংলাদেশ আওয়ামীলীগ লালমোহন পৌরসভার সাথে বাংলাদেশ ছাত্রলীগ লালমোহন পৌরশাখার পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ নভেম্বর ২০২০ ইং মঙ্গলবার মাগরিববাদ বাংলাদেশ ছাত্রলীগ লালমোহন পৌর শাখার আয়োজনে এ পরিচিত সভা অনুষ্ঠিত হয়। ছাত্রলীগ লালমোহন পৌর শাখার আহবায়ক রাসেল হাওলাদারের সভাপতিত্বে এবং আসাদুল ইসলাম এলিন এর সঞ্চলনায় প্রধান অতিথি হিসাবে টেলিকনফারেন্সে পরিচিত সভার শুভ উদ্ধোধন করে বক্তব্য রাখেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- শিক্ষা-শান্তি-প্রগতি হলো ছাত্রলীগের মূলনীতি। এই মূলনীতিকে সমুন্নত রাখতে হবে। শিক্ষার মশাল জ্বেলে শান্তির বানী নিয়ে প্রগতির পথে ছাত্রলীগকে চলতে হবে। বাংলাদেশ ছাত্রলীগের রয়েছে ঐতিহ্যবাহী ইতিহাস। বাংলাদেশ সৃষ্টির পেছনেও রয়েছে ছাত্রলীগের ত্যাগ, সংগ্রাম। ৬৫ ভাষা আন্দোলন, ৬৯ এর গণঅভ্যুথ্যান, ৭০ এর নির্বাচন সহ দেশের সব বড় বড় আন্দোলনে রয়েছে ছাত্রলীগের আবদান। তিনি আরও বলেন ছাত্রলীগের নেতাকর্মীসহ সকলকে জঙ্গীবাদ, সন্ত্রাস, মাদকাশক্তি থেকে দূরে থাকতে হবে। বাঙ্গালীর ইতিহাস ছাত্রলীগের ইতিহাস। দেশের সব আন্দোলন সংগ্রামে আওয়ামীলীগের পাশাপাশি ছাত্রলীগও ছিল। তাই সকল ছাত্রলীগকর্মীকে শিক্ষা-শান্তি-প্রগতি ছাত্রলীগের মূলণীতি এ শ্লোগানকে ধারন করতে হবে। অনুষ্ঠানে অনান্যের মধ্যে বক্তব্য রাখেন লালমোহন পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, যুগ্ম আহবায়ক মফিজুল ইসলাম মঞ্জু তালুকদার, আনম শাহজামাল দুলাল, লালমোহন পৌরসভা যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন মেহের প্রমূখ। অনুষ্ঠানে লালমোহন পৌরসভার আওয়ামীলীগের ১২ টি ওয়ার্ডের সকল সভাপতি সাধারন সম্পাদকসহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।