আগৈলঝাড়া
বরিশালে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার দাসেরহাট সীমান্ত ব্রিজ সংলগ্ন সড়কে ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুইজন গুরুত্বর আহত হয়েছেন।
আহতদের উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সজল সরদার (২৫) ফুল্লশ্রী গ্রামের সরোয়ার সরদারের পুত্র।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় ওই সড়কে ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক সজল সরদার, আরোহী নুরু মোল্লা ও মিন্টু বিশ্বাস আহত হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষনিক সজল সরদারকে বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়ার পথে তার (সজল) মৃত্যু হয়।