আগৈলঝাড়া
বরিশালে স্বামীর সাথে ঝগড়া করে স্ত্রীর বিষপান !
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে পারিবারিক কলহের কারনে তুচ্ছ ঘটনায় স্বামীর সাথে ঝগড়া করে স্ত্রীর বিষপানে আত্মহত্যার চেষ্টা। মুমূর্ষ অবস্থায় উদ্ধার কওে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার বিকেলে উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের সোহেল ফড়িয়ার সাথে তার স্ত্রী এক সন্তানের জননী পুতুল বেগম (২০) পারিবারিক কলহের কারনে তুচ্ছ ঘটনায় ঝগড়া হলে স্বামীর উপর অভিমান করে ঘরে থাকা কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে।
পরে পরিবারের লোকজন মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুতুল বেগমকে। এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বখতিয়ার আল মামুন জানান, কীটনাশক পান করে আসা রোগীকে চিকিৎসা দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।