গৌরনদী
বরিশালে স্ত্রীকে অমানুষিক নির্যাতন, পাষন্ড স্বামী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক ॥ যৌতুকের দাবীতে স্ত্রীর উপর অমানুষিক নির্যাতনের ঘটনায় পাষন্ড স্বামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব গরঙ্গল গ্রামের। গতকাল সোমবার সকালে নির্যাতিতা নারী গৌরনদী মডেল থানায় মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে পাষন্ড স্বামী লিটন প্যাদাকে গ্রেফতার করেছে। নির্যাতিতা গৃহবধূ নাছিমা বেগম (৪০) জানান, গত তিন মাস পূর্বে নলচিড়া ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকার হালিম প্যাদার পুত্র লিটন প্যাদার সাথে তার বিয়ে হয়। বিয়ের পরপরই স্বামী লিটন প্যাদা যৌতুকের দাবীতে তাকে নির্যাতন করে আসছিলো। গত দেড় মাস পূর্বে যৌতুকের দাবীতে স্বামী লিটন প্যাদা তার (নাছিমা) গলায়, হাতে ও পায়ে পানি জাতীয় বিষাক্ত পদার্থ ছুড়ে মারে। এতে তার হাত, পা ও গলা ক্ষত হয়। তিনি আরও জানান, গত দেড় মাস মুমূর্ষু অবস্থায় তিনি শেবাচিম হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। পরে কিছুটা সুস্থ্য হয়ে গতকাল সোমবার সকালে গৌরনদী মডেল থানায় হাজির হয়ে স্বামী লিটন প্যাদার বিরুদ্ধে মামলা দায়ের করেন। গৌরনদী মডেল থানার এসআই অহিদ মিয়া জানান, নির্যাতিতা নারীর লিখিত অভিযোগ পাওয়ার পর পরই অভিযান চালিয়ে লিটন প্যাদাকে গ্রেফতার করা হয়েছে।