বরিশাল
বরিশালে সাইবার মামলা থেকে মেজর হাফিজকে অব্যাহতি
নিজস্ব প্রতিবেদক : বরিশালে সাইবার মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মেজর হাফিজের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার অভিযোগ গঠনের তারিখ ধার্য ছিল আজ।
হাজিরার পর আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে সাইবার ট্রাইবুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. গোলাম ফারুক তাকে মামলা থেকে অব্যাহতি প্রদান করেন।
২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোলার বদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হক বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ মামলায় মেজর হাফিজ ছাড়াও আসামি করা হয় ভোলার লালমোহন উপজেলার বিএনপি নেতা মো. বাবুল বিশ্বাসকে।
আজ সোমবার বেলা সাড়ে ১১টায় বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতে হাজিরা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মেজর হাফিজ। তিনি বলেন, ‘বরিশালে নির্বাচিত সরকার ছাড়া যত জ্ঞানী গুনী লোকের সরকারই হোক সেগুলো দুর্বল সরকার। অন্তর্বর্তী সরকার নির্বাচন সংক্রান্ত যেসব সংস্কার রয়েছে তা দ্রুত করে যুক্তিসঙ্গত সময়ে নির্বাচন দেবে বলে আশা করি।’
উল্লেখ্য, হাফিজ উদ্দিন আহমদ ভোলা-৩ আসন থেকে ছয়বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালে স্বতন্ত্র সংসদ সদস্য হয়ে পরে বিএনপিতে যোগ দেন। গত আগস্টে বিএনপির নীতিনির্ধারণী পর্ষদ মেজর হাফিজকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য করে।