আগৈলঝাড়া
বরিশালে ষষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক : বরিশালের আগৈলঝাড়ায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে প্রাথমিকভাবে ওই ছাত্রীর মৃত্যুর ব্যাপারে কোন কারণ জানা যায়নি। জানা গেছে, উপজেলার যবসেন গ্রামের মতলেব ফকির তার স্ত্রী পারুল বেগমকে নিয়ে বৃহস্পতিবার বিকেলে গৌরনদী যায় চিকিৎসার জন্য।
এসময় তার মেয়ে তাছলিমা একা বাড়িতে ছিল। সন্ধ্যায় ওই দম্পতি বাড়ি ফিরে তাদের মেয়ে তাছলিমাকে (১৩) বসত ঘরের সামনের বারান্দার রুয়ার সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তাছলিমার বাবা—মায়ের ডাক চিৎকারে লোকজন এগিয়ে এসে লাশ নামিয়ে পুলিশে খবর দেয়। তাছলিমা শ্রীমতী মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ছিল।
এ ব্যাপারে আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. জহিরুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার রাতে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। কি কারণে ওই স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে বিষয়ে তদন্ত চলছে।