আগৈলঝাড়া
বরিশালে রোগের যন্ত্রণা থেকে মুক্তি পেতে বৃদ্ধের ‘আত্মহত্যা’!
নিজস্ব প্রতিবেদক ::: বরিশালের আগৈলঝাড়ায় রোগের যন্ত্রণা থেকে মুক্তি পেতে বিধান মজুমদার (৭০) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি তার পরিবারের।
বিধান আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল গ্রামের সতীশ চন্দ্র মজুমদারের ছেলে। এছাড়া বিধানের ছয় মাসের একটি ছেলে রয়েছে। ওই পরিবারের সদস্যদের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ছরোয়ার।
তিনি বলেন, ছয় মাস আগে বিধান মজুমদার ব্রেইন স্ট্রোক করে অসুস্থাবস্থায় জীবন যাপন করছিলেন। স্ট্রোকের পর থেকেই বিধান মানসিকভাবে ভেঙে পড়েন।এ যন্ত্রনা থেকে রক্ষা পেতে পরিবারের সকলের অগোচরে রোববার (০৫ ফেব্রুয়ারি) রাতের যে কোনো সময় ঘর থেকে বের হয়ে গাছের সঙ্গে গলায় ফাঁস দেন তিনি। সোমবার (০৬ ফেব্রুয়ারি) সকালে পরিবারের সদস্যরা মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়।
ওসি আরও জানান, এসআই আলী হোসেন ঘটনাস্থলে গিয়ে বিধানের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় দাহ করার জন্য মরদেহ হস্তান্তর করা হয়েছে।