আগৈলঝাড়া
বরিশালে মাদক সেবনের টাকা না পেয়ে পিতা-মাতাকে মারধর: ছেলের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক॥ বরিশালের আগৈলঝাড়া মাদক সেবনের জন্য টাকা চেয়ে ব্যর্থ হয়ে পিতা মাতাকে মারধরের অভিযোগে মাদকসেবী ছেলেকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মো. ছিদ্দিকুর রহমান জানান, উপজেলার নগরবাড়ি গ্রামের আব্দুর রহিম ভাট্টির ছেলে মো. হৃদয় ভাট্টি (২০) মাদক সেবনের জন্য পিতা মাতার কাছ থেকে প্রায়ই টাকা আদায় করতো। তাকে মাদক সেবনের জন্য টাকা না দিলে পিতা মাতাকে মারধর করতো হৃদয়।
উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আবুল হাশেমের কাছে পিতার এমন অভিযোগ দায়েরে পরে মঙ্গবার দুপুরে আদালতের নির্দেশে মাদকসেবী হৃদয়কে ১০গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেফতার হৃদয়কে মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালতের বিচারক মো. আবুল হাশেম মাদকসেবী হৃদয়কে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের রায় প্রদান করেন। ওই দিনই দন্ডপ্রাপ্তকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেছে পুলিশ।’