আগৈলঝাড়া
বরিশালে মাদক কারবারিকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক : বরিশালের আগৈলঝাড়ায় এক মাদক কারবারিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তদের শনিবার (০৯ মার্চ) দুপুরে বরিশাল জেলহাজতে পাঠানো হয়েছে। দণ্ডপ্রাপ্ত মাদক কারবারি রিয়াজ মোল্লা আগৈলঝাড়ার রাজিহার ইউনিয়নের কাজীর গ্রামের মৃত আব্দুর রশিদ মোল্লার ছেলে। তাকে শনিবার সকালে ১শ গ্রাম গাঁজা ও সেবনের জিনিসপত্রসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই)ফাইজুল ইসলাম হৃদয় গ্রেপ্তার করে।
পরে বেলা ১১টায় রিয়াজ মোল্লাকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উম্মে ইমামা বানিনের আদালতে হাজির করা হলে বিচারক তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় দেন। এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই ফাইজুল ইসলাম হৃদয় ও ভূমি অফিসের নাজির সোহেল আমিন প্রমুখ।