বরিশাল সদর
বরিশালে বিশ্বের সর্ববৃহৎ বঙ্গবন্ধুর মানব লোগো প্রদর্শন
সৈয়দ বাবু ॥ মুজিব শতবর্ষে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর লোগোকে বাংলাদেশসহ সারা বিশ্বের বুকে ছড়িয়ে দিতে ব্যতিক্রমী এক আয়োজনের মধ্য দিয়ে প্রদর্শন করা হয়েছে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর লোগোর সর্ববৃহৎ মানব প্রদর্শনী। এরই মধ্যে এ মানব লোগো নিয়ে বরিশালের সকল শ্রেণীর মানুষের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। বিশ্বের মাঝে এটাই সর্ববৃহৎ মানব লোগো। এমনকি মানবসৃষ্ট সর্ববৃহৎ লোগো হিসেবে গিনেস বুকের অন্তর্ভূক্ত হবে বলে আশা করছেন নগরবাসী।
গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে এক লাখ ৬০ হাজার স্কয়ার ফিট জায়গা জুড়ে বঙ্গবন্ধুর লোগো প্রদর্শন করা হয়। এই প্রদর্শনীতে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র নাম এবং সিটি কর্পোরেশনের শ্লোগান ‘আমরাই গড়ব আগামীর বরিশাল’ যুক্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটায় শুরু হয় প্রদর্শনীর মহড়া। তবে বিকেল ৪টায় মূল মানব লোগো প্রদর্শন করা হয়।
বরিশালে বঙ্গবন্ধু লোগোর প্রকল্প প্রকৌশলী মোঃ শাহাদাত হোসেন বলেন, গত এক মাস ধরে প্রায় এক হাজার শ্রমিক বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বঙ্গবন্ধু লোগো প্রস্তুত করা হয়েছে। বরিশালে বঙ্গবন্ধুর সর্ববৃহৎ লোগো মানব প্রদর্শনী গিনেস ওয়ার্ল্ড বুকে স্থান করে নিতে পারবে বলে আশা করছেন তারা। তিনি বলেন, বিশাল এ লোগোটিতে ১৬ বর্গফুটের এক একটি স্লাব করে উত্তর দক্ষিণমুখী মোট ৮৪ লাইনে ভাগ করা হয়। প্রতিটি লাইনে স্থাপন করা হয় ১১৪টি স্লাব। মোট ৯ হাজার ৫৭৬ জনের নির্ধারিত এ পরিমাপ সর্বনিম্ন ৯ হাজার ৮ জনের জন্য নির্ধারণ করা হয়। জন্মশতবর্ষে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ছিলো এ আয়োজনের একটি ব্রত।
তবে করোনার হঠাৎ বৃদ্ধি, প্রখর রোদ আর বিলম্বের কারণে নির্ধারিত সময়ে ৭ হাজার ৭৫২ নেতাকর্মীরা এসে হাজির হন। এতে ৮৪টি লাইনের মধ্যে ৬৮টি লাইন পরিপূর্ণ হয়ে যায়। আর সেখানেই গড়ে যায় রেকর্ড। এখন পর্যন্ত অন্য কোন বিশ্ব নেতার প্রতি এতো বিশাল মানব লোগো প্রদর্শনের নিদর্শন মেলেনি।
এর আগে ঢাকায় বাংলাদেশ সেনাবাহিনী ও রবি’র উদ্যোগে আমাদের জাতীয় পতাকার যে মানব লোগো করা হয় তার পরিমাপ ছিলো এক লাখ ৭ হাজার বর্গফুট। ধারণা করা হচ্ছে গতকাল বরিশালে অনুষ্ঠিত এটি বিশ্বে কোন নেতার সর্ববৃহৎ মানব লোগো। এখানে জাতির পিতার চশমার দুটি ফ্রেম ছিলো ২৪শ বর্গফুটের, একটি তিল ছিলো ৪৮ বর্গফুটের, ডান কাধের পরিমাপ ছিলো ৭৬৮ বর্গফুটের। কথা ছিলো প্রদর্শন করা হবে এক লক্ষ ৫৩ হাজার ২১৬ বর্গফুট লোগো। তবে কোন প্রশিক্ষণ ছাড়া করা এটিও ছিলো একটি মানব লোগোর রেকর্ড।
বিশাল এ মানব লোগোর প্রদর্শন উপলক্ষে পুরো বরিশাল গতকাল আনন্দের নগরীতে পরিণত হয়। এদিকে পুরো আয়োজনের সফলতায় সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। তিনি জানান, স্বাস্থ্যবিধি মেনে এবং সবার জন্য মাস্ক নিশ্চিত করে এ আয়োজন করা হয়।
লোগোর অন্যতম আয়োজক ২১নং ওয়ার্ড কাউন্সিলর শেখ সাইয়েদ আহমেদ মান্না বলেন, লোগো প্রদর্শনী সফলভাবে সম্পন্ন করার জন্য গত এক মাস ধরে প্রস্তুতি নিয়েছি। শেষ পর্যন্ত এত বড় কর্মযজ্ঞ সকলের সহযোগিতায় সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, সিটি মেয়র প্রোগ্রাম সফল করা জন্য দিনরাত শ্রম দিয়েছেন। তার দিক নির্দেশনা ও দূরদর্শিতায় এত বড় প্রোগ্রাম আয়োজন করে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছি। তবে রেকর্ডভুক্ত করার জন্য গিনিচ বুকের সাথে যোগাযোগ করা হয়নি বলে জানান তিনি।
কোতয়ালী মডেল থানার ওসি মোঃ নুরুল ইসলাম বলেন, এত বড় লোগো প্রদর্শনীতে নিরাপত্তার বিষয়টি ব্যাপক গুরুত্ব সহকারে দেখা হয়েছে। গত এক সপ্তাহ ধরে মাঠ ও সার্বিক বিষয়ে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কাজ করেছি। শেষ পর্যন্ত কোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা ছাড়াই অনুষ্ঠান সম্পন্ন করা সম্ভব হয়েছে।