আগৈলঝাড়া
বরিশালে বিপুল পরিমান অবৈধ জাল জব্দ
নিজস্ব প্রতিবেদক , বরিশাল ॥ উন্মুক্ত জলাশয়ে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় জেলার বিলাঞ্চলখ্যাত আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাখাওয়াত হোসেন অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল জব্দ করেছেন।
আজ মঙ্গলবার দুপুরে জব্দকৃত অবৈধজাল পুড়িয়ে বিনস্ট করা হয়। ভ্রাম্যমাণ আদালতের পেশকার রমনী রঞ্জন সরকার জানান, মঙ্গলবার সকালে উপজেলার পয়সারহাট সন্ধ্যা নদী এলাকার কদমবাড়ি ও ত্রিমুখী খালে মৎস্য অধিদফতরের উদ্যোগে থানা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও চারটি চায়না দুয়ারী জাল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম উপস্থিত ছিলেন।