আগৈলঝাড়া
বরিশালে ফজরের নামাজ শেষে ফেরার পথে বিষধর সাপের কামড়ে ইমামের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক : বরিশালের আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে সর্প দংশনের ওষুধ ‘এন্টি ভেনাম’ না থাকায় বাঁচানো গেল না ইমাম হাফেজ মাওলানা বাহাউদ্দীন আনছারিকে। রবিবার (১৯ মে) ফজরের নামাজ শেষে ফেরার পথে বিষধর সাপের কামড়ে তিনি আহত হন।
জানা গেছে, উপজেলার বেলুহার ভুঁইয়া বাড়ি জামে মসজিদের পেশ ইমাম ও খতিব বিশিষ্ট আলেমে দ্বীন হযরত হাফেজ মাওলানা বাহাউদ্দীন আনছারি রবিবার ফজরের নামাজ শেষে একটি গাছের সাথে ইলেকট্রিক সুইচ অফ করতে যান। ওই সুইচের সাথে বিষধর সাপ থাকায় তাকে দংশন করে। স্থানীয়রা প্রথমে তাকে উপজেলা হাসপাতালে নিয়ে আসে। কিন্তু হাসপাতালে এন্টি ভেনাম না থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে সকাল দশটার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
স্থানীয়রা অভিযোগ করেন, উপজেলা হাসপাতালে সর্প দংশনের ওষুধ এন্টি ভেনাম সরবরাহ থাকলে ইমাম সাহেবকে বাচাঁনো যেতো।