আগৈলঝাড়া
বরিশালে ট্রাক চাঁপায় গৃহবধূ নিহত
নিজস্ব প্রতিবেদক , বরিশাল ॥ স্বামীর সাথে নিজেদের ভ্যানে করে যাওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় রওশনারা বেগম (৪২) নামের এক গৃহবধূ ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এছাড়া নিহতের ভ্যানচালক স্বামী আব্দুল মান্নান সরদার (৪৮) গুরুতর আহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকালে বরিশাল-গোপালগঞ্জ মহাসড়কের আগৈলঝাড়া উপজেলার পূর্ব সূজনকাঠী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
গুরুতর আহত উপজেলার পতিহার গ্রামের মান্নান সরদারকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম।