বরিশাল সদর
বরিশালে আ’লীগ নেতা পরিচয়ে অটোরিকশায় চাঁদাবাজি
বাসদ নেত্রীর অভিযোগ, পুলিশের এমন নির্দেশনার বিষয়টি কথিত আওয়ামী লীগ নেতাদের জানিয়ে দেওয়া হয় এবং শ্রমিকদের চাঁদা দিতে নিষেধ করে দেওয়া হয়েছিল। শহরের ২৮ নম্বর ওয়ার্ডের কাশিপুর এলাকার বাসিন্দা বাসদের সদস্য গোলাম রসুল শ্রমিকদের চাঁদা দেওয়া থেকে বিরত থাকতে বলায় তার ওপর ক্ষুব্ধ হয় রিপন।
গোলাম রসুল অভিযোগ করেন, তার কারণে অটোরিকশায় চাঁদাবাজি বন্ধ আছে এমন অভিযোগ এনে গতকাল সোমবার গভীর রাতে কাশিপুর বাজার এলাকায় তাকে একা পেয়ে রিপন মারধর করে। এসময় তার সহযোগী রাফসানও এতে অংশ নেয়।
এদিকে সংগঠনের সদস্যকে মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে বাসদ নেত্রী মনিষা চক্রবর্তী ছুটে গেলে তাঁর ওপর চড়াও হয় এই রিপন, রাফসানসহ অন্তত ১০ যুবক। একপর্যায়ে তারা প্রতিরোধে পাল্টা পদক্ষেপ নিয়ে সামনে অগ্রসর হলে সহযোগীসহ রিপনেরা পিছু হটে। খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ ঘটনা এসে পরিবেশ নিয়ন্ত্রণ করলেও চাঁদাবাজ কাউকে গ্রেপ্তার করেনি, অভিযোগ মনিষা চক্রবর্তীর।
মঙ্গলবার সকালে মনিষা জানান, চাঁদাবাজি ও হামলার ঘটনায় তাদের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে থানা পুলিশে একটি অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ অভিযোগটি গ্রহণ না করলে আন্দোলনের ঘোষণা দিয়ে বরিশালের সকল সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হবে।
শ্রমিকদের অভিযোগ হাতে এসেছে জানিয়ে বিমানবন্দর থানা পুলিশেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ হালদার জানান, বিষয়টি পুলিশ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।’
উল্লেখ করা যেতে পারে বাসদ নেত্রী মনিষা অটোরিকশা, ইজিবাইকসহ বেশকিছু শ্রমিক সংগঠনের পক্ষে দীর্ঘকাল ধরে অবস্থান নিয়ে তাদের হয়রানি বন্ধসহ নানান কর্মসূচি পালন করে আসছেন।’